ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আসিফের বিরুদ্ধে মামলা: প্রতিবেদন ৩১ অক্টোবর

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৭, ১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আসিফের বিরুদ্ধে মামলা: প্রতিবেদন ৩১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার  তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৩১ অক্টোবর ধার্য করেছেন আদালত।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এ মামলায় আজ সোমবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম এএইচএম তোয়াহা প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

তবে এদিন আসিফ অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার আইনজীবী সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

তেজগাঁও থানায় গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের করা মামলায় গত ৫ জুন রাতে গ্রেপ্তার হন আসিফ আকবর। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আসিফকে মগবাজারে তার অফিস থেকে গ্রেপ্তার করে।

পরদিন তাকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। অন্যদিকে আসিফের পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত উভয় আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাঁচ দিন কারাভোগের পর গত ১১ জুন আদালত আসিফের জামিন মঞ্জুর করলে ওই দিনই তিনি মুক্তি পান।




রাইজিংবিডি/ঢাকা/১ অক্টোবর ২০১৮/মামুন খান/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়