ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘উৎসবমুখর নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য’

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ২৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘উৎসবমুখর নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য’

নিজস্ব প্রতিবেদক, সিলেট : যুক্তরাজ্য বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার এলিসন ব্লেইক।

তিনি বলেছেন, ‘‘নির্বাচনের প্রচার ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আমি সিলেটে এসেছি। এ সব বিষয় নিয়েই সিলেটের প্রার্থীদের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে।’’

বৃহস্পতিবার বিকেলে সিলেট-১ (সিটি কর্পোরেশন ও সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আবদুল মোমেন ও বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক।

তিনি বলেন, ব্রিটিশ সরকার বাংলাদেশের অবাদ ও সুষ্ঠু নির্বাচন চায়। বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নির্বাচন যেন উৎসবমুখর হয় এই প্রত্যাশা করেন তিনি। সিলেটে দুই প্রার্থীর সঙ্গে এ সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারাও আশ্বস্থ করেছেন নির্বাচনের সুন্দর পরিবেশের বিষয়ে।

এলিসন ব্লেইকসহ ৪ সদস্যের প্রতিনিধি দল দুপুর ২টায় নগরীর ধোপাদিঘীরপারস্থ হাফিজ কমপ্লেক্সে ড. এ কে আবদুল মোমেনের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন। এ সময় ড. মোমেন তার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বলে ব্রিটিশ হাইকমিশনারকে অবহিত করেন। এরপর বিকেল ৩টায় নগরীর কাজিরবাজারে খন্দকার আবদুল মুক্তাদিরের বাসায়ও যান তারা।

বৈঠক শেষে সাংবাদিকদের ড. মোমেন বলেন, ‘‘নির্বাচনে ঈদের মতো উৎসব হচ্ছে। নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাকে আমি জানিয়েছি নৌকার প্রচার প্রচারে বিরোধী দলেরা বিভিন্নভাবে বাধা প্রদান করছে। এ ছাড়া নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেছি।’’

আর খন্দকার মুক্তাদির বলেন, ‘‘আমিও নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে হাইকমিশনারকে জানিয়েছি। তিনিও আমার কথা শুনেছেন এবং সুষ্ঠু নির্বাচন আশা করেছেন।’’



রাইজিংবিডি/সিলেট/২৭ ডিসেম্বর ২০১৮/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়