ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ শি’র

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ৫ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ শি’র

আন্তর্জাতিক ডেস্ক : সেনাবাহিনীকে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি ও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শুক্রবার সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দিয়েছেন।

শি বলেছেন, বাড়তি চ্যালেঞ্জ ও ঝুঁকির মুখে চীনের সেনাবাহিনীকেই দেশের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিতে ভূমিকা রাখতে হবে।

দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে বিরোধ এবং বাণিজ্য থেকে শুরু করে তাইওয়ানের স্বাধীনতা প্রশ্ন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়গুলো সামনে রেখে সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে চীন।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে চীনকে ক্রমাগত ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।  সেনাবাহিনীকে অবশ্যই দেশের নিরাপত্তা ও প্রয়োজনীয় উন্নয়নে কাজ করতে হবে।

চীনের কেন্দ্রীয় সামরিক বাহিনী কমিশনের চেয়ারম্যান শি বলেছেন, সেনাবাহিনীকে নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে কৌশল পর্যালোচনা এবং যুদ্ধের প্রস্তুতি ও তা চালিয়ে নেয়ার দায়িত্ব নিতে হবে।

তিনি বলেছেন, ‘বিশ্ব আজ এমনই  বড় পরিবর্তনের মুখে যা গত এক শতাব্দীতেও দেখা যায়নি। সমৃদ্ধির জন্য চীন এখনো কৌশলগত সুযোগের একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আছে।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়