ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আফ্রিদিদের গড়ে তুলতে বলছেন মাশরাফি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফ্রিদিদের গড়ে তুলতে বলছেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : নেট বোলার থেকে সুযোগ পেয়েছিলেন রংপুর রাইডার্স স্কোয়াডে। বিপিএলে আজ অভিষেকও হয়ে গেল মিনহাজুল আবেদীন আফ্রিদির। অভিষেকে খারাপ করেননি তরুণ এই লেগ স্পিনার। তাকে বেশ মনে ধরেছে মাশরাফি বিন মুর্তজার। তার মতো তরুণদের ঠিকমতো গড়ে তুলতে পারলে তারাই একটা সময় বাংলাদেশ ক্রিকেটকে ভালো জায়গায় নিয়ে যাবেন বলে মনে করেন রংপুর রাইডার্স অধিনায়ক।

গত অক্টোবরে চট্টগ্রামে আফ্রিদিকে বিসিবি একাদশের নেটে দেখে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামিয়ে দিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ২২ গজে প্রথম আনুষ্ঠানিক ম্যাচে ৩ ওভার বোলিং করে পিটার মুরের উইকেট নিয়েছিলেন এখনো বিশের গন্ডি না পেরোনো এই তরুণ। শনিবার মিরপুরে বিপিএল অভিষেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ২.৩ ওভার বোলিং করে তিনি নেন একটি উইকেট।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফ্রিদিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা শোনালেন মাশরাফি, ‘মনে মনে আমরা সবাই লেগ স্পিনার খুঁজছিলাম। আমিও খুঁজছি। ওকে পাওয়ার পর অনুশীলনে দেখেছিলাম। আমাদের দলে একটা জায়গা ফাঁকা ছিল, তখন আমি রেখে দিয়েছি। খেলানোর সুযোগ পাচ্ছিলাম না, আজ খেলিয়েছি। প্রথম তো, একেবারে বাচ্ছা ছেলে, ১৭-১৮ বছর বয়স। আমার কাছে মনে হয় যেভাবে ও বোলিং করেছে, বিশেষ করে দ্বিতীয় স্পেলে এসে দুইটা বল করেছে সে, দেখে মনে হয়ে বেশ আত্মবিশ্বাসী। প্রথম দিকে কিছু হাফ ভলি, ফুলটস দিয়েছে। পরে যেই দুইটা বল করেছে সেটা জায়গামতো ছিল। এদেরকে আসলে একটু সাহস বা দিক নির্দেশনা দিলে, আমাদের যেই দুর্বল জায়গাটা আছে, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটে, লেগ স্পিনারের ক্ষেত্রে। এমন কিছু পেলে যদি ব্যাকআপ করা যায়, তাহলে হয়তো আমাদের জন্য ভালো হবে।’

 



আদ্রিদির মতো ক্রিকেটারদের ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম শ্রেণির চার দিনের ম্যাচে সুযোগ দিতে বলছেন মাশরাফি। পাশপাশি তারা যেন হারিয়ে না যায় সেদিকেও নজর রাখতে হবে বলে মনে করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, ‘আমার কাছে সত্যিই মনে হয় অনেকের মধ্যে সে এক্সসেপশনাল। আরেকটা ছেলে আছে- অনি, ও আমার এলাকারই ছেলে। আমার একাডেমির। খুব তরুণ, ওর একটু সময় লাগবে। এই ছেলেগুলো ভালো। অন্যান্য দলেও আছে দুই একজন। এদের ঢাকা লিগ, চার দিনের ম্যাচে বা অন্যান্য জায়গায় যদি ব্যাকআপ করা যায়, প্রমোট করা যায়, তাহলে এরা কিন্তু বাংলাদেশ ক্রিকেটে অনেক অবদান রাখতে পারবে বলে বিশ্বাস করি। অন্যান্য দেশে তাকান, এরাই কিন্তু বিশ্বমানের খেলোয়াড় হয়ে যায়। আমাদের দেশে এরা একটা পর্যায়ে যেয়ে হারিয়ে যায়। আমাদের উচিত এখন থেকে একটা জায়গা আনা ও সেট করা। আমরা খুব তাড়াতাড়ি করি যাকে করি, সেটা না করে পাঁচ বছর পর ভালো অবস্থানে আসার পর সুযোগ দেওয়া, যেন ওরা আন্তর্জাতিক ক্রিকেটে লিড করতে পারে।’

বিপিএলে রংপুরের হয়ে ভালো করছেন তরুণ পেসার শহিদুল ইসলামও। ডানহাতি পেসার এখন পর্যন্ত চার ম্যাচে নিয়েছেন ৫ উইকেট, বোলিং করেছেন নিয়ন্ত্রিত। শহিদুলকে নিয়েও নিজের মুগ্ধতার কথা শোনালেন মাশরাফি, ‘চেষ্টা করেছি যত তরুণ খেলোয়াড় ছিল তাদের প্রমোট করার। শহিদুলকে আমরা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে খেলিয়েছি। বিশেষ করে চিটাগংয়ের মতো জায়গায়, তাকে আমরা কঠিন, স্বস্তিদায়ক পরিস্থিতিতে বলেন, সবখানে তাকে ট্রাই করেছি। সে খুব ভালো জবাব দিয়েছে। সব থেকে ভালো লেগেছে আমার, সে কিছুতেই ভয় পায় না। ওপেন মাইন্ডে বল করে। একটা খেলোয়াড়ের সবথেকে বড় শক্তি হচ্ছে সামনে কী হচ্ছে না ভেবে আমি কী করব, সেটা ভাবা। সে খুব আত্মবিশ্বাসী, এটা আমার কাছে ভালো লেগেছে। এমন কিছু খেলোয়াড় আছে, যারা সবার চোখের সামনে নাই, এদের যদি একটু পলিশ করা যায়, একটু গাইডেন্সে আনা যায়, তাহলে এরা বাংলাদেশ ক্রিকেটকে ভালো জায়গা নিয়ে যেতে পারবে।’



রাইজিংবিডি/ঢাকা/২ ফেব্রুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়