ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মেসির জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৯, ৬ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেসির জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা

ক্রীড়া ডেস্ক: দলের সেরা তারকা লিওনেল মেসিকে নিয়েই রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেছে বার্সেলোনা। চোটের জন্য আর্জেন্টাইন এ সুপারস্টারকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও তাকে পেতে শেষ সময় পর্যন্ত অপেক্ষার কথা জানিয়েছেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে।

কোপা দেল’লের সেমিফাইনালের প্রথম লেগে আজ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমিুখ হবে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত দুইটায় রিয়ালকে স্বাগত জানাবে কাতালান ক্লাবটি। মর্যাদার এল ক্লাসিকোতে দলের সেরা তারকার মাঠে নামানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বার্সা কোচ। উরুতে চোট পেলেও মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেছেন মেসি। এবার রিয়ালের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ ম্যাচে মাঠে নামা অনেকটা মেসির ইচ্ছের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন কাতালান ক্লাবটির কোচ।

রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে ভালভার্দে বলেন, ‘এটা সত্য যে কিছু সময় খেলায়াড়দের নিয়ে আমাদের সন্দেহ থেকে যায়। এর জন্য আমাদের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। মেসির ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই।’

গত শনিবার লা লিগায় ঘরের মাঠে ভালেন্সিয়ার বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়া ম্যাচে বার্সেলোনা পরে মেসির দুই গোলে সমতায় মাঠ ছাড়ে। দ্বিতীয়ার্ধে উরুতে চোট পান আর্জেন্টাইন তারকা। সে সময় সাইডলাইনে পাঁচ মিনিট চিকিৎসাও নিতে হয় পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে। পরে অবশ্য পুরো ম্যাচেই খেলেন ৩১ বছর বয়সী তারকা। আজ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে মাঠে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে দেখা যায় কিনা সেটার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে ফুটবলপ্রেমীদের।




রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়