ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনাবাসী পেলো আরো ১০৫ মেগাওয়াট বিদ্যুৎ

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৮, ৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনাবাসী পেলো আরো ১০৫ মেগাওয়াট বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনায় চালু হলো ১০৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরেকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।

এটি নির্মাণ করা হয়েছে রূপসা উপজেলার জাবুসা মৌজায়। বেসরকারি এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি নির্মাণ করেছে ওরিয়ন গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধন করেন।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।  উদ্বোধনকালে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন প্রমুখ।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেন, ‘বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে খুলনায় শতভাগ বিদ্যুতায়নের ক্ষেত্রে আরও একধাপ অগ্রগতি হলো। এর মাধ্যমে গ্রাম পর্যায়ের যে সকল পরিবার বিদ্যুৎ সুবিধা বঞ্চিত রয়েছে তারা যুক্ত হবেন।’

শিল্প-প্রতিষ্ঠানেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।




রাইজিংবিডি/ খুলনা/৭ ফেব্রুয়ারি ২০১৯/ মুহাম্মদ নূরুজ্জামান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়