ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাটপণ্যের মেলা শুরু

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ১২ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাটপণ্যের মেলা শুরু

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : ‘বাংলা নবর্বষ-১৪২৬’ উদযাপন উপলক্ষে শুক্রবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী পাটজত পণ্যের মেলা। 

পাটপণ্যের ব্যাপক প্রসারের লক্ষ্যে রাজধানীর মণিপুরীপাড়া জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) প্রাঙ্গণে শুক্রবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. মিজানুর রহমান।

১২ এপ্রিল থেকে  ১৫ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী পাটজাত পণ্যের প্রদর্শন ও বিক্রয় হবে।

জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের মাধ্যমে পাটপণ্যের বহুমুখীকরণ ও ব্যবহারের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বহুমুখী পাটজাত পণ্যের উদ্যোক্তাগণ দৃষ্টিনন্দন বিভিন্ন পাটপণ্য উৎপাদন করছে, যার অধিকাংশই বিদেশে রপ্তানি করা হচ্ছে। বহুমুখী এসব পাটজাত পণ্যকে দেশে জনপ্রিয় করতে প্রচারসহ বিভিন্ন মেলার আয়োজন করা হচ্ছে।

উল্লেখ্য, পাটজাত পণ্যের উদ্যোক্তারা এ পর্যন্ত ২৮০ রকমের বহুমুখী পাটপণ্য উৎপাদন করেছেন। বহুমুখী পাটজাত পণ্যের এ মেলা পাটজাত পণ্য উৎপাদনকারী, বিপণনকারী, ব্যবহারকারী এবং দেশি-বিদেশি ক্রেতাদের মধ্যে অধিক যোগাযোগ স্থাপনে সহায়ক হবে। সরকারের গৃহীত উদ্যোগসমূহ যথাযথ বাস্তবায়নের মাধ্যমে পাটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াই এ মেলার লক্ষ্য ও উদ্দেশ্য।  ফলে ঐতিহ্যবাহী  সোনালী আঁশ বাংলাদেশের সমৃদ্ধিকে আরো ত্বরান্বিত করতে সহায়তা করবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ এপ্রিল ২০১৯/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়