ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান রুমী আলী

সুমন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ২৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান রুমী আলী

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি এবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ এ (রুমী) আলী।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ গত ২০ এপ্রিল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে রুমী আলীকে মনোনীত করেছে।

রুমী আলী তার বৈচিত্র্যপূর্ণ কর্মজীবনে বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও, বোর্ড সদস্য এবং চেয়ারম্যান হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৭৫ সালে তিনি এএনজেড গ্রিনডলেজ ব্যাংক (বাংলাদেশ) এর সাথে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৭ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ব্যাংকটির বাংলাদেশ অপারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্ত হন। ২০০০ সালে ব্যাংকটি স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রুপ কর্তৃক অধিগ্রহণের পর, তিনি ব্যাংক দুটির যৌথ কার্যক্রমেরও প্রথম সিইও নির্বাচিত হন।

২০০২ সালের নভেম্বরে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসাবে যোগ দেন এবং দেশের ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ সংস্কারের জন্য নিযুক্ত ছিলেন। বিশেষ করে ঝুঁকি ব্যবস্থাপনা ও করপোরেট গভর্নেন্স নিয়ে তিনি কাজ করেন। তিনি খুব সফলভাবে চার বছর কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত ছিলেন।

তিনি তার কর্মজীবনে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদে সফলতার সাথে দায়িত্ব পালন করে গেছেন। রুমী আলী ব্র্যাকের এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রথম মোবাইল আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনাল বোর্ডের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

অতীতে তিনি বাংলাদেশ শ্রমিক নিরাপত্তা (মার্কিন যুক্তরাষ্ট্র), গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুস অ্যান্ড পারফরম্যান্স বেসড ফান্ডস ইনিশিয়েটিভ অবআইএফসি/ওয়ার্ল্ড ব্যাংক ওয়াশিংটন, পিকেএসএফ, বাংলাদেশের দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে তিনি ইনস্টিটিউট অব ব্যাংকারস, বাংলাদেশের ফেলো হন। এছাড়াও তিনি প্রধান বক্তা এবং প্যানেলিস্ট হিসাবে অনেক আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ করেছেন।

বর্তমানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের সিইও হিসেবে নিয়োজিত রয়েছেন।

রুমী আলীর ব্যাপক ও বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা, সহজাত দক্ষতা সম্পন্ন নেতৃত্ব শৈলী এবং আর্থিক শিল্পের নেতা হিসাবে ব্যাপক পরিচিতি এবি ব্যাংকের অগ্রযাত্রায় ব্যাপকভাবে সহায়তা করবে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৯/সুমন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়