ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সেরা দল তত্ত্ব মানতে নারাজ মাশরাফি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ২৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেরা দল তত্ত্ব মানতে নারাজ মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে সবার প্রত্যাশা একটু বেশিই। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দলটা বেশ ভারসাম্যপূর্ণ। দলের চারজন বিশ্বকাপ খেলবেন চতুর্থবারের মতো। দল ঘোষণার পর প্রধান নির্বাচক বলেছিলেন, বিশ্বকাপের ইতিহাসে এটাই বাংলাদেশের সেরা দল। এমন কথা বলছেন আরো অনেকেই। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য সেভাবে ভাবছেন না। তার কাছে মাঠের পারফরম্যান্সই আসল।

সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘সেরা দল, এটা গুরুত্বপূর্ণ না। এশিয়া কাপে এই দল নিয়েই গিয়েছিলাম। ট্রফি জিততে পারিনি, সেরা দলই ছিলাম। শেষ চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল খেলেছিলাম। খুব আগের বিষয় না। এই দলই ছিল। এই হাইপ তোলার কোনো প্রয়োজন নেই। দুই বছর আগে এই দলই খেলেছে। নতুন করে এক্সট্রাঅরডিনারি এমন কিছু তাদের ভেতর আসেনি যে তারা এই মুহূর্তেই সেরা দল। সেরা দল সব সময় ভালো করে না। যারা মাঠে ভালো করে তারাই ভালো করে।’

‘প্রথমত, যেই দলটা দিয়েছে, যেই দল দিবে সেটাকেই সেরা দল বলতে হবে অধিনায়ক হিসেবে। আমরা সেরা দল নিয়েই যাচ্ছি। ১৫ জনের যখন স্কোয়াড হয় তখন দুর্ভাগ্যজনক কিছু থাকেই। হয়তো যাকে কেউ আশা করছে না সেটা দলের জন্য সৌভাগ্য হয়ে যায়। এটা এখানে এসে বলা কঠিন।’

নিজের দল নিয়ে অবশ্য মাশরাফি যথেষ্ট আত্মবিশ্বাস। বিশ্বকাপ এবং তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও দল ভালো করবে বলে বিশ্বাস অধিনায়কের, ‘হ্যাঁ আমার অবশ্যই (বিশ্বাস) আছে। বিশ্বাস রাখি যে ওরা ভালো খেলবে ও ভালো রেজাল্টও করবে। কারণ আগেরবার যখন সৌম্য এসেছিল বিশ্বকাপে তখন কিন্তু একই রকম ছিল। এখন তো তার চার বছরের অভিজ্ঞতা আছে। আমার কাছে মনে হয় বিশ্বকাপে ভালো খেলবে, আয়ারল্যান্ডেও ভালো খেলবে।’



রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়