ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তোবার সামনে ব্যাপক পুলিশ : উদ্দেশ্য নিয়ে প্রশ্ন

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ৫ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তোবার সামনে ব্যাপক পুলিশ : উদ্দেশ্য নিয়ে প্রশ্ন

ফাইল ফটো

ডেস্ক রিপোর্ট : অন্য দিনের তুলনায় মঙ্গলবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে তোবার কারখানার সামনে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়তে দেখা গেছে। কী কারণে পুলিশ সদস্য বৃদ্ধি করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিকরা।

রাত ১১টার দিকে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, তারা আশঙ্কা করছেন গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের কারখানা থেকে বের করে দিতে পারে।

অন্যদিকে শ্রমিকরা অভিযোগ করেন,  পুলিশ তাদের সঙ্গে মারমুখী আচরণ করেছে। পুলিশের এই আচরণ থেকে তারা সন্দেহ করছেন, গভীর রাতে অভিযান চালিয়ে তাদের তাড়িয়ে দিতে পারে।

তোবার কারখানায় ৬০০ থেকে ৭০০ শ্রমিক অবস্থান করছেন। বকেয়া-বেতন-বোনাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। অনেকে আত্মাহুতিরও হুমকি দিয়েছেন।

অন্যদিকে শ্রমিকরা আরো অভিযোগ করেন, বিজিএমইএর সিদ্ধান্ত মেনে নিতে চাপ প্রয়োগ করছে পুলিশ। বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হচ্ছে। তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেন জামিনে মুক্ত হওয়ার খবর পৌঁছানোর পর থেকেই পুলিশ এই ধরনের আচরণ শুরু করে বলে তারা অভিযোগ করেন।

এ ছাড়া আরো জানা গেছে, বাড্ডার হোসেন মার্কেটের চারপাশ পুলিশ ঘিরে রেখেছে। কখন, কী হয়- তা নিয়েই এখন আতঙ্কে শ্রমিকরা।

রাইজিংবিডি/ঢাকা/৬ আগস্ট ২০১৪/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়