ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পলিথিনবিরোধী অভিযান, তিন প্রতিষ্ঠান সিলগালা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পলিথিনবিরোধী অভিযান, তিন প্রতিষ্ঠান সিলগালা

নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জোড়ালো অভিযান শুরু করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ দল। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে পলিথিন তৈরির ৩টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

এপিবিএন’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে তেজগাঁও কুনিপাড়ার অ্যাড্রওয়েড প্যাকেজিং ইন্ডস্ট্রিজ লি.,  নিউ বন্ড পলি ইন্ডস্ট্রিজ লি. এবং পলি অ্যান্ডার ওয়ার বাংলাদেশ লি.-এ অভিযান পরিচালনা করা হয়। কারখানাগুলো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পলিথিন তৈরি করছিল।

অভিযানের সময় কারখানাগুলোর মালিকদের আটক করা হয় এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাগুলো সিলগালা করে দেয়া হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৭/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়