ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অস্ট্রেলিয়া সিরিজেই শচীনকে ছাড়াবেন কোহলি!

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়া সিরিজেই শচীনকে ছাড়াবেন কোহলি!

ক্রীড়া ডেস্ক : শেষ দুই বছর ধরে আগুনে ফর্মে বিরাট কোহলি। সবশেষে চারটি সিরিজে টানা ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছেন তিনি।

কয়েকদিন আগে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নিজের ছন্দে থাকার কথা জানান দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে ব্যাট হাতে এ ধারাবাকিহতা ধরে রাখতে পারলে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন কোহলি।

আইসিসির সর্বকালের সেরা ব্যাটসম্যান র‌্যাটিংয়ে ভারতীয় ব্যাটিং জিনিয়াস শচীনের পয়েন্ট ৮৯৮। শচীনের চেয়ে মাত্র ৩ পয়েন্ট পিছিয়ে আছেন কোহলি। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে তার ব্যাট হাসলে শচীনকে ছাড়িয়ে যেতে পারেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি টেস্টেই ভারতে নেতৃত্ব দেবেন কোহলি। যার প্রথমটি শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হওয়ার আগে কোহলির পয়েন্ট ছিল ৮৭৫। হায়দরাবাদে ডাবল সেঞ্চুরির ফলে তার র‌্যাটিং পয়েন্ট এক লাফে ৮৯৫ হয়ে যায়। ২০১৩ সালে অবসরের সময় ৮৯৮ পয়েন্ট নিয়ে সর্বকালের সেরার তালিকায় টেন্ডুলকার ৩১তম অবস্থানে ছিলেন। তাই এটা পরিস্কার যে ফর্মে থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্টে খেলতে পারলে কিংবদন্তী শচীনকে ছাড়িয়ে যাবেন কোহলি।

৯১৬ র‌্যাটিং পয়েন্ট নিয়ে ভারতীয় ব্যাটসম্যনদের মধ্যে শীর্ষে রয়েছেন সুনীল গাভাস্কার। সর্বকালের সেরা ব্যাটসম্যান র‌্যাটিং পয়েন্ট রয়েছে স্যার ডন ব্র্যাডম্যানের। তার নামের পাশে রয়েছে ৯৬১ পয়েন্ট।



রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৭/শামীম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়