ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেটে মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সিলেটে মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আগামী ১৫ মার্চ থেকে দশটি দল নিয়ে শুরু হবে এ লিগ। দুই গ্রুপে ভাগ হয়ে খেলা দলগুলোর শীর্ষ চারটি খেলবে সেমিফাইনাল। পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলগুলোকে নিয়ে হবে প্লে-অফ।

সিলেটে জেলা ক্রীড়া সংস্থার প্রথম বিভাগ ক্রিকেট লিগ কমিটি শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।

কমিটির সভাপতি আবদুর রকিব জানান, দেরিতে হলেও মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট। তবে আগামী মৌসুম থেকে ডিসেম্বরেই লিগ শুরু করা হবে।

১৫ মার্চ উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জিমখানা ক্লাব লড়বে অ্যাপোলো-১১ ক্লাবের সাথে।

লিগে ‘এ’ গ্রুপের দলগুলো হচ্ছে- জিমখানা ক্লাব, বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র, অনির্বাণ ক্রীড়া চক্র, ইয়ং প্যাগাসাস ক্লাব ও এ্যাপোল-১১ ক্লাব। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে- মোহামেডান স্পোর্টিং ক্লাব, বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র, ইয়ুথ সেন্টার ক্লাব, ইলেভেন ব্রাদার্স ক্লাব ও ওয়ান্ডারার্স ক্লাব।

ওয়ান্ডারার্স ক্লাব গত বছর দ্বিতীয় বিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার প্রথম বিভাগে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।



রাইজিংবিডি/সিলেট/১১ মার্চ ২০১৭/কামাল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়