ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাঘায় বিরল প্রজাতির প্রাণী আটক

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাঘায় বিরল প্রজাতির প্রাণী আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর বাঘায় বিরল প্রজাতির প্রাণী আটক করা হয়েছে। উপজেলার পাঁচপাড়া গ্রামের মাঠ থেকে প্রাণিটি আটক করা হয়। তবে এর নাম সঠিকভাবে কেউ জানাতে পারেননি।

জানা গেছে, পাঁচপাড়া গ্রামের কাউসার, মানিক ও মহব্বত বুধবার সকালে মাঠে যাচ্ছিলেন। এ সময় তারা প্রাণীটি দেখতে পেয়ে ধরার চেষ্টা করেন। প্রাণীটি প্রাণভয়ে একই গ্রামের সাহাবাজ আলীর ঘরের চাতালে আশ্রয় নেয়। এ সময় এলাকার লোকজন মাছ ধরা জাল দিয়ে প্রাণীটিকে আটক করেন। প্রাণীটি বর্তমানে সাহাবাজ আলীর বাড়িতে রয়েছে।

আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাঁচপাড়া গ্রামের বাসিন্দা মহসিন আলী বলেন, প্রাণীটি কালো ডোরা কাটা এবং ও হিংস্র প্রকৃতির। তবে এটি গন্ধগোকুল বা খাটাস জাতীয় প্রাণী হতে পারে। প্রাণীটি লেজসহ প্রায় ৫ ফুট লম্বা।

এ ব্যাপারে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ইমরান আহম্মেদ বলেন, এ জাতীয় প্রাণী আটক সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। তবে বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হবে। যদি আটকের ঘটনা থাকে, তাহলে প্রাণীটিকে আবারো উন্মুক্ত স্থানে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।



রাইজিংবিডি/রাজশাহী/২২ মার্চ ২০১৭/তানজিমুল হক/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়