ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পুঁজি ১৭৯, ফাইনালে যেতে পারবেন নাসিররা?

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১১, ১ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুঁজি ১৭৯, ফাইনালে যেতে পারবেন নাসিররা?

আগের দুই ম্যাচে ফিফটি করলেও সেমিফাইনালে গোল্ডেন ডাক মেরেছেন মুমিনুল হক। তার দলও পায়নি বড় পুঁজি

ক্রীড়া প্রতিবেদক : ইমার্জিং টিমস এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের তিন বল বাকি থাকতে ১৭৯ রানে অলআউট হয়েছে মুমিনুল হকের দল। এই পুঁজি নিয়ে ফাইনালে যেতে পারবেন নাসির-মুমিনুলরা?

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার সকালে টস জিতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ব্যাটিয়ের শুরুটা দেখেশুনেই করেছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও আফিফ হোসেন। দুজন ৬ ওভারে বিনা উইকেটে তোলেন ২০ রান। এরপরই তিন বলের একটা ঝড়ে এলোমেলো হয়ে যায় স্বাগতিকদের ইনিংস।

সপ্তম ওভারের প্রথম তিন বলে তিন উইকেট নিয়ে লঙ্কান পেসার আসিলা ফার্নান্দো করেন হ্যাটট্রিক। তার প্রথম বলে আফিফ বোল্ড হওয়ার পর দ্বিতীয় বলে উইকেটকিপারকে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক মুমিনুল হক। তৃতীয় বলে বোল্ড নাজমুল হোসেন শান্ত, হ্যাটট্রিক!

বিনা উইকেটে ২০ থেকে তখনো বাংলাদেশের রান ২০-ই, কিন্তু উইকেট নেই তিনটি! মুমিনুল ও শান্ত মেরেছেন ‘গোল্ডেন’ ডাক। আফিফ করেছেন ৮। ৪৬ রানে মোহাম্মদ মিঠুন চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফিরে গেলে আরো চাপে পড়ে যায় স্বাগতিক দল।

পঞ্চম উইকেটে নাসির হোসেনকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন একপ্রান্ত আগলে রাখা সাইফ। তবে জুটিটা ৩১ রানের বেশি স্থায়ী হয়নি। অ্যাঞ্জেলো পেরেরার বলে সাইফ ব্যক্তিগত ৩২ রানে স্টাম্পড হয়ে ফিরলে ভাঙে এ জুটি।

ষষ্ঠ উইকেটে নাসির ও ইয়াসির আলীর ২৮ রানের জুটিতে দলের স্কোর শতরান পার হলেও ১৫ রানের মধ্যে দুজনই সাজঘরে ফেরেন। ফার্নান্দোর বলে বোল্ড হয়েছেন ইয়াসির (১১)। ডি সিলভার বলে এলবিডব্লিউ নাসির (৫৮ বলে ৩ চারে ৩৮)। দলের স্কোর তখন ৩৬ ওভারে ৭ উইকেটে ১২০।

এরপর স্বাগতিকরা লড়াইয়ের পুঁজি পেয়েছে মূলত দুই পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও আবুল হাসান রাজুর ব্যাটে। দুজন অষ্টম উইকেটে গড়েন ইনিংস সর্বোচ্চ ৫৬ রানের মূল্যবান জুটি। অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৫৭ বলে ৫ চারে ৪১ রান করেন সাইফউদ্দিন। ৩০ বলে ২ চারে ২৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়েছেন রাজু। শ্রীলঙ্কার ‘হ্যাটট্রিকম্যান’ ফার্নান্দো ৩৩ রানে নেন সর্বোচ্চ ৪ উইকেট।




রাইজিংবিডি/ঢাকা/১ এপ্রিল ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়