ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অস্ট্রেলিয়ায় বিদেশি শ্রমিকদের ভিসায় কড়াকড়ি আরোপ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ১৮ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়ায় বিদেশি শ্রমিকদের ভিসায় কড়াকড়ি আরোপ

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি কর্মীদের জন্য ভিসায় কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এ ঘোষণা দিয়েছেন।

অস্ট্রেলিয়ায় ৪৫৭ ভিসা প্রোগ্রামের আওতায় বিদেশি দক্ষ শ্রমিকদের ভিসা দেওয়া হয়। সমালোচনাকারীদের দাবি, এই ভিসা পদ্ধতির কারণে অস্ট্রেলিয় শ্রমিকরা দেশীয় বাজারে চাকরি পাচ্ছে না। তাদের জায়গায় বিদেশি শ্রমিকদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

সরকারি হিসেবে বর্তমানে অস্ট্রেলিয়ায় ৪৫৭ ভিসা প্রোগ্রামের আওতায় ৯৫ হাজার ৭৫৮ জন বিদেশি শ্রমিক কাজ করছে। এদের মধ্যে ২৪ দশমিক ৬ শতাংশই ভারতীয়। তালিকায় এরপরেই আছে ব্রিটেনের অবস্থান।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানিয়েছেন, অস্ট্রেলিয়ার নাগরিকদের স্বার্থে ৪৫৭ ভিসা প্রোগ্রাম পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। এর পরিবর্তে নতুন দুটি ভিসা পদ্ধতি চালু করা হবে, যাতে বিদেশিদের কাজের সুযোগ সীমিত করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়