ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সিন্ধুর ওপর চীনের বাঁধ!

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ২০ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিন্ধুর ওপর চীনের বাঁধ!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান দাবি করেছে, সিন্ধু নদীর ওপর বাঁধ নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন।

এ প্রকল্পের ঘোর বিরোধিতা করে আসছে ভারত। ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবি ভারতের বিরোধিতার কারণে এ প্রকল্পে অর্থ দিতে চায়নি। কিন্তু চীন-পাকিস্তান ইকোনমিক করিডোরের (সিপেক) অংশ হিসেবে এখন চীন বাঁধ নির্মাণে এগিয়ে আসছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় রেডিওতে সোমবার এ খবর সম্প্রচার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

সিন্ধু নদীর ওপর নির্মিতব্য ‘দিয়ামের-ভাসান বাঁধ’ প্রকল্পের কাগজপত্র সোমবার পাকিস্তান জাতীয় পরিষদের একটি কমিটির কাছে পাঠিয়েছে সরকারের বিদ্যুৎ বিভাগ। এ মাসের প্রথম দিকে বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বলেন, ‘চীন এই প্রকল্পে অর্থায়ন করবে বলে আশা করছে পাকিস্তান।’

ভারত-পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ গিলগিত-বালতিস্তানে দিয়ামের-ভাসান বাঁধ নির্মাণের প্রকল্প নেওয়ায় এবং এতে ভারতের তীব্র আপত্তি থাকায় বিশ্বব্যাংক ও এডিবি এর সংস্পর্শে আসতে চায়নি। ভারতের দাবি, পুরো কাশ্মীর তাদের সার্বভৌমত্বের অংশ। এক বছরের কিছু আগে এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের সমর্থন দেওয়া নিয়ে গোলমাল সৃষ্টি হয়েছিল এবং ভারত তাদের অবস্থানে অনড় ছিল।



রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়