ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লর্ডসে ওকসের সঙ্গে অনিশ্চিত ব্রড

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ২২ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লর্ডসে ওকসের সঙ্গে অনিশ্চিত ব্রড

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হওয়ার আগে দলের পেসারদের নিয়ে আবারও চিন্তায় পড়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। এবার ইনফর্ম বোলার স্টুয়ার্ড ব্রডের চোট চিন্তায় ফেলেছে ইংলিশদের। গোড়ালীর চোটের জন্য লর্ডসে প্রথম টেস্টে তার খেলা নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে।

কাউন্টি ক্রিকেট খেলার সময় বুধবার গোড়ালীতে চোট পান ব্রড। নটিংহামশায়ারের বিপক্ষে বোলিং করার সময় চোট পেয়েছেন ইংলিশ এ বোলার। ম্যাচ শেষে স্ক্যানিং শেষ দেখা যায় বাম পায়ের গোড়ালিতে আঘাত রয়েছে ৩০ বছর বয়সি এ পেসারের।

আগামী ৬ জুলাই দক্ষিণ আফ্রিকা বিপক্ষে চার ম্যাচ টেস্টের প্রথমটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড। লর্ডসের ওই টেস্টে ইংলিশ বোলার বেন স্টোকস ও ক্রিস ওকসেরও মাঠে নামা নিশ্চিত নয়। তবে প্রথম টেস্টের জন্য ফিট রয়েছেন জেমস অ্যান্ডারসন।

ব্রডের ইনজুরি নিয়ে নটিংহামশায়ারের কোচ পিটার মরিচ বলেন, ‘স্টুয়ার্ডের গোড়লিতে কিছুটা ইনজুরি রয়েছে। আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করছি। অবস্থা ভিন্ন কিছু হলে আমরা ব্যবস্থা নিবো।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়