ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহে জামাত সাড়ে ৮টায়

বিল্লাল হোসেন রাজু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ২৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহে জামাত সাড়ে ৮টায়

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠানে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

নগরীতে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া বৈরী হলে ঈদগাহের পাশের জিমনেসিয়ামে একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া নগরীর ২৭টি ওয়ার্ডে ঈদের জামাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে।

কুমিল্লা তথ্য অফিসের সূত্র জানায়, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই ঈদগাহ মাঠে রয়েছে ছয়টি গেট। সবগুলো কাপড় ও আলোকবাতি দিয়ে সাজানো হয়েছে। বিশাল এই ঈদগাহ ভর্তি হয়ে কান্দিরপাড়, প্রেস ক্লাব এবং সার্কিট হাউজ গেট পর্যন্ত মুসল্লিদের কাতার লক্ষ্য করা যায়। এ জন্য ৩০টি মাইক লাগানো হয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, সকাল সাড়ে ৮টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া বৈরী থাকলে ঈদগাহের পাশের জিমনেসিয়ামে একই সময়ে নামাজ অনুষ্ঠিত হবে। জায়গা না হলে একাধিকবার জামাত হবে।

 

 

রাইজিংবিডি/কুমিল্লা/২৫ জুন ২০১৭/বিল্লাল হোসেন রাজু/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়