ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বয়লার বিস্ফোরণে নিহত ৩ জনকে আসামি করে মামলা

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৯, ৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বয়লার বিস্ফোরণে নিহত ৩ জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাশিমপুরে নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণে ১৩ শ্রমিক নিহতের ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে জয়দেবপুর থানায় চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এএসআই আবদুর রশিদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে বিস্ফোরণে নিহত তিন বয়লার অপারেটর ও অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করা হয়েছে।

জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, মাল্টি ফ্যাবস লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণে নিহতের ঘটনায় বয়লার অপারেটর আব্দুস সালাম, এরশাদ হোসেন, মনসুরুল হক এবং অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এদের মধ্যে বয়লার অপারেটর আব্দুস সালাম, এরশাদ হোসেন ও মনসুরুল হক বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন।

মামলায় বলা হয়, বয়লারের মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও আসামিরা কর্তৃপক্ষকে না জানিয়ে তা চালু করেন। আসামিদের বিরুদ্ধে ৩০২, ৩০৭, ৩২৬, ৩৩৬, ৩৩৮ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত,  সোমবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেড নামের ওই পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ শ্রমিক নিহত এবং অর্ধশত আহত হয়েছেন।

 

 

 

 

রাইজিংবিডি/গাজীপুর/৫ জুলাই ২০১৭/হাসমত আলী/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়