ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তথ্যমন্ত্রীর সঙ্গে আবারো দেখা করবে চলচ্চিত্র ঐক্যজোট

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৩, ৯ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তথ্যমন্ত্রীর সঙ্গে আবারো দেখা করবে চলচ্চিত্র ঐক্যজোট

বিনোদন প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে আবারো দেখা করবে চলচ্চিত্র ঐক্যজোট। আজ রোববার (৯ জুলাই) দুপুর ২ টা ৩০ মিনিটে তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

এ প্রসঙ্গে জায়েদ খান রাইজিংবিডিকে বলেন, ‘দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রের নানা সমস্যা নিয়ে আমরা কথা বলে আসছি। সম্প্রতি যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা করা হচ্ছে। এ নিয়ে মাননীয় তথ্যমন্ত্রীমহদয়ের শরণাপন্ন হয়েছি। এতেও কোনো সুফল আসেনি। তাই এর সঠিক সমাধানের জন্য আবারো তথ্যমন্ত্রীর সঙ্গে আজ সাক্ষাৎ করব।’

তিনি আরো বলেন, ‘১৮ টি সংগঠন নিয়ে গঠন করা হয়েছে চলচ্চিত্র ঐক্যজোট। তথ্যমন্ত্রীর সঙ্গে এই ১৮টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ দেখা করবেন।’

সঠিক নিয়ম-নীতি না মেনে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ করা হচ্ছে- এমন অভিযোগ এনে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ টি সংগঠন ‘চলচ্চিত্র ঐক্যজোট’ আন্দোলন করে আসছে। আন্দোলনকারীদের দাবিকে উপেক্ষা করেই যৌথ প্রযোজনার ‘বস-২’ ও ‘নবাব’ নামের দুটি সিনেমা মুক্তির অনুমতি দেয়া হয়। এরপর চলচ্চিত্র ঐক্যজোট তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে।



রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়