ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাঠে নেমেই ঝড় তুললেন তামিম

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩২, ১৬ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাঠে নেমেই ঝড় তুললেন তামিম

শট খেলছেন তামিম ইকবাল

ক্রীড়া ডেস্ক : টি-১০ লিগে পাখতুন্সের হয়ে প্রথম ম্যাচটি খেলতে পারেননি তামিম ইকবাল। শারজাতে পৌঁছে শুক্রবার বাংলাদেশ সময় রাতে দ্বিতীয় ম্যাচেই মাঠে নামেন তিনি। টিম শ্রীলঙ্কার বিপক্ষে শারজাতে বনে যান ওয়ান ম্যান আর্মি।

ব্যাট হাতে তোলেন ঝড়। মাত্র ২৭ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেন। যেখানে ৫টি চারের পাশাপাশি ও ৪টি ছক্কার মারও ছিল। তামিমের পর পাখতুন্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন আহমেদ শেহজাদ। ১১টি রান করেন লিয়াম ডসন। তাতে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১১ রান তোলে পাখতুন্স।

১১২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি টিম শ্রীলঙ্কা। ২৫ রানের মধ্যেই প্রথম সারির চার-চারজন ব্যাটসম্যানকে হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ফলে জয়ের নাগাল পায়নি টিম শ্রীলঙ্কা। ১০ ওভারে ৮৪ রানের বেশি করতে পারেনি তারা। তাতে ২৭ রানের দারুণ এক জয় পায় তামিম-আফ্রিদিদের পাখতুন্স।

 


বল হাতে পাখতুন্সের লিয়াম ডসন ১ ওভার বল করে ৬ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন ইরফান, মোহাম্মদ নবী, ইমরান খান (১) ও সোহেল খান।

ব্যাট হাতে ঝড় তুলে ম্যাচসেরা নির্বাচিত হন তামিম ইকবাল।

২ ম্যাচের ২টিতেই জিতে পূর্ণ ৪ পয়েন্ট সংগ্রহ করে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কেরালা কিংস। আজ শনিবার রাতে প্লে-অফে তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের তলানির দল বেঙ্গল টাইগার্স।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়