ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চতুর্থ স্প্যান বসল, পদ্মা সেতুর ৬০০ মিটার দৃশ্যমান

শেখ মো. রতন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৪, ১৩ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চতুর্থ স্প্যান বসল, পদ্মা সেতুর ৬০০ মিটার দৃশ্যমান

মুন্সীগঞ্জ সংবাদদাতা: জাজিরা প্রান্তে পদ্মা সেতুর চতুর্থ স্প্যান বসানো হয়েছে। এর মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতুর অবকাঠামোর ৬০০ মিটার দৃশ্যমান হলো।

আজ রোববার সকালে ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপর ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের এ স্প্যানটি বসানো হয়।

প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, আবহাওয়া ভাল থাকায় সকাল সাড়ে ১০টায় স্প্যান বসানোর কাজ সুসম্পন্ন হয়।
 


গত শনিবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের স্টক ইয়ার্ড থেকে রওনা হয়ে সন্ধ্যার আগেই জাজিরা প্রান্তে খুঁটির কাছে নোঙর করে স্প্যানবাহী ভাসমান ক্রেনটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ৪২টি খুঁটির ওপর ৪১টি স্প্যান স্থাপনের মাধ্যমেই ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতীয় পদ্মা সেতু শতভাগ দৃশ্যমান হয়ে উঠবে। এর মধ্যে ৪০টি খুঁটি থাকবে পানিতে আর ২টি খুঁটি থাকবে ডাঙায়।

 

 

রাইজিংবিডি/মুন্সীগঞ্জ/১৩ মে ২০১৮/শেখ মোহাম্মদ রতন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়