ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সেপ্টেম্বরে সাফ ফুটবল, অক্টোবরে বঙ্গবন্ধু গোল্ড কাপ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ২ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেপ্টেম্বরে সাফ ফুটবল, অক্টোবরে বঙ্গবন্ধু গোল্ড কাপ

ক্রীড়া প্রতিবেদক : অক্টোবরের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত বঙ্গবন্ধু গোল্ডকাপের তৃতীয় আসর বসবে বাংলাদেশে। গতবারের মতো এবারও ছয় দল নিয়ে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু গোল্ড কাপ।

এর আগে সেপ্টেম্বরে বাংলাদেশে বসবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ২০০৯ সালে সর্বশেষ ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল সাফ ফুটবলের আসর। সেবারই শেষবারের মতো সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ।

ভারতের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হওয়ার পর পরের তিনটি আসরে বাংলাদেশের বিদায় হয়েছে গ্রুপ পর্ব থেকেই। ২০০৩ সালে ঘরের মাঠে একবারই সাফ ফুটবলের শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ লড়বে নেপাল, পাকিস্তান ও ভুটানের সঙ্গে। আরেকটি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত খেলবে মালদ্বীপ ও শ্রীলঙ্কার বিপক্ষে।

এদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপে স্বাগতিক বাংলাদেশ বাদে কারা অংশগ্রহণ করবে তা এখনও নিশ্চিত নয়। তবে বাফুফে নিশ্চিত করেছে এবার জাতীয় দল নিয়েই আসবে অংশগ্রহণকারী দলগুলো। বঙ্গবন্ধু গোল্ড কাপের গত দুই আসরে বাংলাদেশের বড় কোনো প্রাপ্তি নেই। ২০১৫ সালে রানার্সআপ; পরের বছর বাহরাইনের অনূর্ধ্ব-২৩ দলের কাছে হেরে সেমি-ফাইনাল থেকে বিদায়।

এ বছর ভালো করতে চায় বাংলাদেশ। ঘরের মাঠে পরপর দুটি বড় টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের ফুটবলাররা। ঘরের মাঠে টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব পেয়েছে ‘কে’ স্পোর্টস।



রাইজিংবিডি/ঢাকা/২ আগস্ট ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ