ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

১০ সন্দেহভাজন জঙ্গি রিমান্ডে

এমএ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ১০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০ সন্দেহভাজন জঙ্গি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি তৎপরতার অভিযোগে রাজধানীর উত্তরা ও কলাবাগান থেকে আটক করা ১০ ব্যক্তির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য বলে দাবি করছে র‌্যাব।

মঙ্গলবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এই ১০ সন্দেহভাজন জঙ্গি হলো- কৌশিক আদনান ওরফে জান্নাত, জান্নাতুল মহল ওরফে জিন্নাহ, মুফতি আব্দুর রহমান, আল মিজানুর রশিদ ওরফে মিজান, জিয়াউর রহমান ওরফে তোয়ন, আবু সাদাত ওরফে সুলতান আল রাজী, মো. মেরাজ আলী ওরফে মিরাজ, শরিফুল ইসলাম ওরফে বাবু, মো. শাহরিয়া ওয়াজেদ খান ওরফে মিঠু এবং আল মিজানুর রশিদ ওরফে মিজান। এদের মধ্যে জান্নাতুল মহল ওরফে জিন্নাহর দুই দিন এবং বাকিদের চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের এএসপি উনু মং আসামিদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনে আশুলিয়া থানায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, এ আসামিরা জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত। মামলার মূল রহস্য উদঘাটন, মূল হোতাসহ জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার উদ্দেশ্যে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। সেজন্য এদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করার প্রার্থনা করছি।

প্রসঙ্গত, রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত র‌্যাব অভিযান চালিয়ে এ ১০ জনকে আটক করে।



রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৭/এমএ খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়