ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নৃবিজ্ঞানী আরেফিনের জীবন ও কর্ম অনুপ্রেরণার উৎস

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নৃবিজ্ঞানী আরেফিনের জীবন ও কর্ম অনুপ্রেরণার উৎস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, অধ্যাপক ড. হেলালউদ্দিন খান শামসুল আরেফিনের স্মৃতি ধরে রাখতে হবে। নতুন প্রজন্মের জন্য তার জীবন ও কর্ম অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

ঢাবির নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হাসান আল শাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. এইচ. কে. এস আরেফিনের বড় ভাই মহিউদ্দিন খান আলমগীন, বড়বোন নিলুফার বেগম, অধ্যাপক আরেফিন স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক  অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

উপস্থিত অতিথিদের মধ্যে স্মরণ সভায় অধ্যাপক আরেফিনকে নিয়ে স্মৃতিচারণ করেন অধ্যাপক ড. শাহেদ হাসান, অধ্যাপক ড. সাদেকা হালিম, রাশেদ রওনক খান, দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক ড. জহির আহমেদ ও চেয়ারম্যান তাসলিমা সুলতানা। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. হেলালউদ্দিন খান শামসুল আরেফিন ছিলেন বাংলাদেশের প্রথিতযশা নৃবিজ্ঞানী, ঢাবির অধ্যাপক। গত ২৪ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৭/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়