ঢাকা     শনিবার   ১১ মে ২০২৪ ||  বৈশাখ ২৮ ১৪৩১

জাবিতে ৭ দিনব্যাপী নাট্যোৎসব শুরু ২৫ মার্চ

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবিতে ৭ দিনব্যাপী নাট্যোৎসব শুরু ২৫ মার্চ

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজন করা হয়েছে ৭ দিনব্যাপী মুক্তিসংগ্রাম নাট্যোৎসব ২০১৭।

‘মুক্তির আলোয় আলোকিত করি ভুবন’ এই স্লোগানে আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে এই নাট্যোৎসব।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাট্যোৎসবের আহ্বায়ক অধ্যাপক বশির আহমেদ।

জাতীয়ভাবে ২৫ মার্চকে গণহত্যা দিবস পালন, আন্তর্জাতিকভাবে দিবসটি পালনে জাতীয় সংসদে গৃহীত  প্রস্তাবকে সমর্থন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়।

২৫ মার্চ বিকেলে  জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র আয়োজিত এ কর্মসূচি শুরু হবে। কর্মসূচির উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি (বীরপ্রতীক)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক বশির আহমেদ বলেন, সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত এই বিশ্ববিদ্যালয়ে আমাদের উৎসবের বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী থাকবে আলোচনা সভা, দেশবরেণ্য নাট্যব্যক্তিত্বকে স্মারক প্রদান, পাঁচটি মঞ্চনাটক, জাগরণের গান ও আবৃত্তি, শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর্ট ক্যাম্প, মুক্তিযুদ্ধের স্মারক প্রদর্শনী।

সাতদিনের প্রতিটি অধিবেশনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। প্রথম দিনের কর্মসূচি শুরু হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের আয়োজনে মুক্তিযুদ্ধ-ভিত্তিক আর্ট ক্যাম্প ও প্রদর্শনীর মধ্য দিয়ে। এর উদ্বোধন করবেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। কর্মসূচি শেষ হবে ৩১ মার্চ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যোৎসবের পরিকল্পনা ও সমন্বয়ক নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রভাষক মহিবুর রৌফ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা, সাংবাদিকতা এবং গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক সালমা আহমেদ প্রমুখ।



রাইজিংবিডি/জাবি/২৩ মার্চ ২০১৭/তহিদুল ইসলাম/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ