ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাবিতে মুক্তিসংগ্রাম নাট্যোৎসবের উদ্বোধন

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ২৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবিতে মুক্তিসংগ্রাম নাট্যোৎসবের উদ্বোধন

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৭ দিনব্যাপী ‘মুক্তিসংগ্রাম নাট্যেৎসব ২০১৭’ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি বীরপ্রতীক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নাট্যোৎসবের উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিউদ্দিন খান আলমগীর।

প্রধান অতিথির বক্তৃতায় মহিউদ্দিন খান আলমগীর আশাবাদ ব্যক্ত করে বলেন, মুক্তিসংগ্রামের এই চেতনাবোধ এই বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী  ডা. দীপু মনি, সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, উপউপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের প্রমুখ।

পরে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম অনুষ্ঠানে আগত অতিথিদেরকে নিয়ে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের আর্ট ক্যাম্প ও স্মারক প্রদর্শনী পরিদর্শন করেন।



রাইজিংবিডি/জাবি/২৫ মার্চ ২০১৭/তহিদুল ইসলাম/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়