ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রশ্ন ফাঁস : সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪২, ২৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রশ্ন ফাঁস : সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

সচিবালয় প্রতিবেদক : প্রশ্নপত্র ফাঁসের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে  সরকার। এ বিষয়ে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

বুধবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত এক সংবাদ সম্মেলনে  শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ ঘোষণা দেন।

২ এপ্রিল রোববার থেকে শুরু হচ্ছে ২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।  সংবাদ সম্মেলনে  শিক্ষামন্ত্রী পরীক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে মন্ত্রী বলেন, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারও প্রশ্নপত্র ফাঁস রোধে এবং পরীক্ষাকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করা হচ্ছে।




রাইজিংবিডি/ঢাকা/২৯ মার্চ ২০১৭/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়