ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঢাবি শিক্ষক সাময়িক বহিষ্কার

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৩, ২৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবি শিক্ষক সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক সহকারী অধ্যাপককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

একই সভায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের দুইজন সহকারী অধ্যাপক ও দুইজন প্রভাষক নিয়োগের সুপারিশ গ্রহণ করেছে সিন্ডিকেট।

সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষক হলেন সহকারী অধ্যাপক আজহার জাফর শাহ।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

এদিকে শিক্ষক নিয়োগে কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ না করেই তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিভাগ সূত্রে জানা যায়, শিল্পকলার ইতিহাস বিভাগে গত বছর দুইজন সহকারী অধ্যাপক নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই বিভাগের দুইজন প্রভাষক সহকারী অধ্যাপক পদে আবেদন করায় বিভাগে দুটি প্রভাষকের পদ শূন্য হয়। তবে নিজেদের আস্থাভাজনদের নিয়োগ দিতে সিলেকশন বোর্ড কোনো প্রকার বিজ্ঞপ্তি ছাড়াই দুইজনকে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে বলে অভিযোগ উঠে।

খোঁজ নিয়ে জানা যায়, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে অনাস্থা প্রকাশ করছেন। যার কারণে ওই নিয়োগ আটকে থাকে। তবে বুধবারের সিন্ডিকেট সেটি গ্রহণ করে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৭/ইয়ামিন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়