ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্বতন্ত্র মেডিক্যাল বোর্ড গঠনের দাবি

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫২, ৩০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বতন্ত্র মেডিক্যাল বোর্ড গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক : মেডিক্যালে এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠনের দাবিসহ চার দফা দাবি জানিয়েছে বঙ্গবন্ধু  ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন (বিডিএমএসএ)।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) মোতাবেক ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার নিশ্চিত করাসহ চার দফা দাবিতে উল্লেখ রয়েছে, ইন্টার্নশিপে ভাতা প্রদান করতে হবে এবং কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে ১০ গ্রেডে নিয়োগ ও ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি করতে হবে।

এ ছাড়া নোয়াখালী, বাগেরহাট, বগুড়া ও রাজশাহী এলাকায় এই চার দফা দাবি আদায়ের সময় ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানানো হয় মানববন্ধনে।

সংগঠনের সভাপতি মুরাদ হোসেন লেমনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সোহেল খন্দকার ফাহিম প্রমুখ।



রাজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৭/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়