ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাবিতে বেড়াতে গিয়ে ছিনতাইয়ের শিকার জবি শিক্ষার্থী

মেহেদী হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ৩০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাবিতে বেড়াতে গিয়ে ছিনতাইয়ের শিকার জবি শিক্ষার্থী

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেড়াতে এসে ছিনতাইয়ের কবলে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী।

গতকাল শনিবার রাত ৯টার দিকে রাবির সাবাস বাংলাদেশ মাঠে চাকু দেখিয়ে মোবাইল ফোনসহ টাকা পয়সা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

ভুক্তভোগী কাজী মুতাসসিম সাকিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নাটোর জেলায়।

সাকিব জানান, শনিবার তিনি রাবি ক্যাম্পাসে বেড়াতে আসেন। বিনোদপুরে বন্ধুদের মেসে উঠেন। পরে ক্যাম্পাসে এক বান্ধবীর সঙ্গে তিনি দেখা করতে যান। রাত সাড়ে ৮টার দিকে প্যারিস রোডে কয়েকজন ব্যক্তি দুটি মোটরসাইকেলে এসে তাদের দুজনকে ঘিরে ধরে। এ সময় মেয়েটিকে ছেড়ে দিলেও চাকু দেখিয়ে তাকে মোটরসাইকেলে উঠতে বাধ্য করে।পরে তাকে সাবাস বাংলাদেশ মাঠের এক কোণে নিয়ে গিয়ে তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় সে পাশেই প্রধান ফটকের পুলিশ বক্সে গিয়ে সব খুলে বলেন।

নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি)হুমায়ুন কবির বলেন, ‘বিষয়টি জানি না। ওই ছেলে কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করেনি। অভিযোগ করলে বিষয়টি দেখা হবে।’




রাইজিংবিডি/রাবি/৩০ এপ্রিল ২০১৭/মেহেদী হাসান/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়