ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাবিতে রোববার থেকে ৪০ দিনের ছুটি শুরু

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৬, ২৪ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবিতে রোববার থেকে ৪০ দিনের ছুটি শুরু

জাবি সংবাদদাতা : আগামী ২৮ মে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গ্রীষ্মকালীন, রমজান, পবিত্র জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদুল-ফিতর উপলক্ষে ৪০ দিনের ছুটি শুরু হচ্ছে। ছুটি শেষ হবে ৬ জুলাই।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১) রহিমা কানিজ এ তথ্য নিশ্চিত করেন। ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।

গ্রীষ্মকালীন ছুটির মধ্যে ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত অফিস বন্ধ থাকবে। এ ছাড়া গ্রীষ্মকালীন ছুটির সময় কোনো বিভাগ প্রয়োজন মনে করলে যেকোনো পর্বের পরীক্ষা গ্রহণ করতে পারবে।

তবে ২৮ মে ছুটি শুরু হলেও ২৬ ও ২৭ মে (শুক্রবার ও শনিবার) বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাস শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। একই কারণে উক্ত ছুটি ৬ জুলাই শেষ হলেও বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে ৯ জুলাই।

এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রীষ্মকালীন ছুটিতে যদি কোনো বিভাগ ক্লাস নেয় সেক্ষেত্রে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টার মধ্যে নিতে হবে।




রাইজিংবিডি/জাবি/২৪ মে ২০১৭/তহিদুল ইসলাম/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়