ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২১ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ২৪ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২১ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : উচ্চশিক্ষার মানোন্নয়নে ফাউন্ডেশন ফর লার্নিং, টিচিং অ্যান্ড রিসার্চ (এফএলটিআর) আয়োজিত তিন দিনব্যাপী ‘টিচিং ফর অ্যাক্টিভ লার্নিং (২য় ব্যাচ)’ শীর্ষক এক সার্টিফিকেট কোর্স সম্পন্ন হয়েছে।

বুধবার বিকেলে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মতিউর তানিফ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইউআইইউ ক্যাম্পাসে এ কোর্সে দেশের ৫টি পাবলিক ও ১৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষকরা অংশগ্রহণ করেন। গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির কর্মশালার কোর্স পরিচালক ও মুখ্য ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালন করেন।

ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. এম রিজওয়ান খানের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর ডেভিড মেনার্ড, যুক্তরাষ্ট্র দূতাবাসের সংস্কৃতি বিশেষজ্ঞ শাহীন খান, ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য সৈয়দ সাদ আনদালিব, ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইমরান রহমান, ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলাম উপস্থিত ছিলেন।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুর রব, বুয়েট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মোজাহার আলী প্রমুখ বিভিন্ন সেশন পরিচালনা করেন।

উল্লেখ্য, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ দেশের শীর্ষস্থানীয় নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে শিক্ষক, গবেষক ও প্রশিক্ষকদের সক্ষমতা উন্নয়নের জন্য গঠিত এ এফএলটিআরের সেক্রেটারিয়েট হিসেবে কাজ করছে।



রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৭/সাওন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়