ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিক্ষার্থীদের আন্দোলনে অচল গণ বিশ্ববিদ্যালয়

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ২৫ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষার্থীদের আন্দোলনে অচল গণ বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, সাভার : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগ অবৈধ ঘোষণার পর টানা তিনদিন ধরে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়টির সব ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। মঙ্গলবার থেকে প্রতিদিনই শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। তালা দিয়েছে প্রধান ফটক, প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনসহ বিভিন্ন ভবনে।

মঞ্জুরী কমিশনের ওই ঘোষণার পর ৭টি বিভাগে অধ্যায়নরত সহস্রাধিক শিক্ষার্থীর জীবনে নেমে আসে অনিশ্চয়তা। এক মাস অতিবাহিত হলেও সমাধান না আসায় গত মঙ্গলবার থেকে লাগাতার আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

অনুমতি না নিয়ে ওই ৭টি নতুন বিভাগে শিক্ষার্থী ভর্তি করায় তা অবৈধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

এ বিষয়ে গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন বলেন, সাভারের নলাম এলাকায় ১৯৯৬ সালে যাত্রা শুরু করে গণ বিশ্ববিদ্যালয়। ওই সময় যেসব বিভাগের অনুমোদন দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে ব্যবসায় প্রশাসন বিভাগেরও অনুমোদন রয়েছে। বাকি বিভাগগুলো অনুমোদন পাওয়ার জন্য আমরা সমস্ত কাগজ জমা দিয়েছি। যেহেতু বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন তা আমলে নিচ্ছে না-এজন্য আমরা হাইকোর্টের শরণাপন্ন হয়েছি।



রাইজিংবিডি/ সাভার/ ২৫ মে ২০১৭/ সাফিউল ইসলাম সাকিব/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়