ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১৯ তারিখ থেকে রাবির আবাসিক হল বন্ধ

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ১৭ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৯ তারিখ থেকে রাবির আবাসিক হল বন্ধ

রাবি প্রতিনিধি : পবিত্র মাহে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলসমূহ আগামী ১৯ থেকে ৩০ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস এ বিষয়ে নিশ্চিত করেছেন।

অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস বলেন, প্রাধ্যক্ষ পরিষদের মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে রাবি উপাচার্য বরাবর আগামী ১৯ জুন বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ এবং ৩০ জুন সকাল ১০টায় পুনরায় হলগুলো খুলে দেওয়ার সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুমোদন করার পর হল বন্ধের নোটিশ প্রত্যেক হলে টানানো হয়েছে।

উল্লেখ্য, পবিত্র মাহে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৭ মে থেকে ২৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধের ঘোষণা দেওয়া হয়। এই ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২০ থেকে ২৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে।



রাইজিংবিডি/রাবি/১৭ জুন ২০১৭/মেহেদী হাসান/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়