ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন জবি ভিসি

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ২৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন জবি ভিসি

জবি প্রতিনিধি : ভাইস চ্যান্সেলর ফোরাম অন ইউনিভার্সিটিজ ইন দ্যা ইসলামিক ওয়ার্ল্ড এর উদ্যোগে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তুরস্কে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান।

সোমবার দিবাগত রাত ২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি। সোমবার সন্ধ্যায় বিশ্ব‌বিদ্যাল‌য়ের জনসং‌যোগ দপ্ত‌রের সহকারী প‌রিচালক সাইফুল ইসলাম স্বাক্ষ‌রিত এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান আগামী ২৬ ও ২৭ জুলাই অনুষ্ঠিতব্য ‘Forming the Higher Education Area of the Islamic World’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। এর উদ্বোধনী অনুষ্ঠান তুরস্কের রাজধানী আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

এ সম্মেলনে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদরা অংশ নিবেন।

উল্লেখ্য, জবি ভিসি তুরস্ক অবস্থানকালীন সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৭/আশরাফুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়