ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৩৭ শিক্ষার্থী পেলেন রোটারি ক্লাব বৃত্তি

আকাশ বাসফোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ২৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩৭ শিক্ষার্থী পেলেন রোটারি ক্লাব বৃত্তি

শেকৃবি প্রতিনিধি : রোটারি ক্লাব ও অব ঢাকা মিড সিটি ও আসহাবউদ্দিন শিক্ষা ও উন্নয়ন ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের দরিদ্র মেধাবী ৩৭ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সেমিনার রুমে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, বুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের ৩৭ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আহম্মদ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারি জেলা গভর্নর ফজলুল হক আরিফ এবং জেলা কো-অর্ডিনেটর কে এম জয়নুল আবেদিন।

এ ছাড়া রোটারি ক্লাব অব ঢাকা মিড সিটি উদ্যোগে শেকৃবির ক্যাম্পাসে বনজ ও ফলজ ১০০ প্রকারের বৃক্ষ রোপন করা হয়।

উল্লেখ্য, বৃত্তিপ্রাপ্ত ৩৭ জনের মধ্যে শেকৃবির থেকে বৃত্তি পেয়েছেন তিন মেধাবী শিক্ষার্থী।



রাইজিংবিডি/শেকৃবি/২৫ জুলাই ২০১৭/আকাশ বাসফোর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়