ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জবিতে জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ২২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবিতে জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন

জবি প্রতিনিধি : ‘জঙ্গিবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক’ এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার এ মানববন্ধন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদ।

মানববন্ধন সঞ্চালনা করেন কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের প্রাক্তন সভাপতি ও ছাত্রলীগ নেতা শেখ জয়নুল আবেদিন রাসেল। এতে প্রধান অতিথি ছিলেন জবি উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান।

মানববন্ধনে উপাচার্য মীজানুর রহমান বলেন, জঙ্গিবাদ এখন শুধু দেশীয় সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। যা প্রচলিত আইনের মাধ্যমে সম্পূর্ণ নির্মূল সম্ভব নয়। জঙ্গিবাদ নির্মূল ছাড়া কোনো উন্নয়ন টেকসই হবে না। এসব নির্মূল করতে হলে আমাদের পারিবারিক ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক মনিরুজ্জামান, প্রকৌশলী সুকুমার সাহাসহ অনেকে।



রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৭/আশরাফুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ