ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঢাবির হলে সালোয়ারের ওপর গেঞ্জি নিষিদ্ধের ঘটনায় তদন্ত কমিটি

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ২৪ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবির হলে সালোয়ারের ওপর গেঞ্জি নিষিদ্ধের ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রীদের পোশাকের বিষয়ে নতুন একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

ওই নোটিশে বলা হয়েছে, ‘হলের অভ্যন্তরে দিন বা রাতে কখনোই ছাত্রীদের অশালীন পোশাক (সালোয়ারের ওপর গেঞ্জি) পরা যাবে না। এ পোশাকে হল অফিসে কোনো কাজের জন্য প্রবেশ করা যাবে না। কেউ যদি তা করেন, তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হল কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা নেবে।’

তবে বিষয়টি খুবই বিব্রতকর উল্লেখ করে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ ড. সাবিতা রিজওয়ানা রহমান।

তিনি নোটিশের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এই নোটিশ আমাদের হল কর্তৃপক্ষের নয়। কর্তৃপক্ষের কোনো সাক্ষরও নেই এতে। তাই বিষয়টি নিয়ে আমরা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। এটা খুবই একটি বিব্রতকর বিষয়।’

সুফিয়া কামাল হলের এই নোটিশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সমালোচনা। অনেকে নোটিশটি পোস্ট করে বিরূপ মন্তব্য করছেন।

হলের ছাত্রী সুমাইয়া আক্তার বলেন, ‘হলের অভ্যন্তরে কে কোন ধরনের পোশাক পরিধান করবে তা হল কর্তৃপক্ষের বিষয় নয়। এটা যার যার পছন্দের বিষয়। তাদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

উল্লেখ্য, সুফিয়া কামাল হলে বর্তমানে আবাসিক ছাত্রীর সংখ্যা ২ হাজার এবং অনাবাসিক ছাত্রীর সংখ্যা ৩ হাজার ৩০০।



রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৭/ইয়ামিন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়