ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

যৌন হয়রানির দায়ে খুবি শিক্ষক চাকরিচ্যুত

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ২৪ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যৌন হয়রানির দায়ে খুবি শিক্ষক চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক, খুলনা : ছাত্রীকে যৌন হয়রানির দায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. মো. শরীফ উদ্দিনকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গণিত ডিসিপ্লিনের এক ছাত্রী ড. মো. শরীফ উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত যৌন নিপীড়ন অভিযোগ কমিটির তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। নৈতিক অসচ্চরিত্রতার দায়ে বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১৯২তম সভায় ওই শিক্ষকের চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সরদার শফিকুল ইসলাম অধ্যাপক ড. মো. শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির সত্যতা স্বীকার করেছেন।



রাইজিংবিডি/খুলনা/২৪ আগস্ট ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়