ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইরমার আঘাতে লণ্ডভণ্ড ফ্লোরিডা, নিহত ৩

শামিমা নাসরীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৭, ১১ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরমার আঘাতে লণ্ডভণ্ড ফ্লোরিডা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মূল ভূখণ্ডে ঘূর্ণিঝড় ইরমার অঘাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অতি বৃষ্টির কারণে রাস্তাঘাট থেকে বাড়িঘর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে।

ফ্লোরিডার নেপলস ও মার্কো দ্বীপে স্থানীয় সময় রোববার বিকেলে ঘণ্টায় ১৯২ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় ইরমা আঘাত করে। ইরমার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অন্তত ৩০ লাখ মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে মিয়ামির কিছু অংশ। এ সময় দ্বিতীয়বারের মতো ভূমিধস হয় সেখানে।

এর আগে ফ্লোরিডার মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ প্রায় ৬৩ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। ফ্লোরিডার পশ্চিম উপকূলের বিভিন্ন স্থানে প্রবল বাতাসে সৃষ্ট জলোচ্ছ্বাসে পানি প্রায় ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত উঠে এসেছে।
 


এর আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ইরমার তাণ্ডবে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। মারা গেছে কমপক্ষে ২৮ জন।
 


কিউবার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর শক্তি কমে ‘ক্যাটাগরি ৩’ তীব্রতার হারিকেনে পরিণত হয় ইরমা। কিন্তু ফ্লোরিডায় আঘাত হানার আগে আবার তা ‘ক্যাটাগরি ৪’ তীব্রতায় রূপ নেয়।




রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৭/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়