ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এজি অফিসে দুদকের অভিযান

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১১ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এজি অফিসে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক : ঘুষের অভিযোগ অনুসন্ধানে ঢাকাস্থ এজি অফিসে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুপুরে  দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরীর তত্ত্বাবধানে তিন সদস্যের একটি বিশেষ টিম কমিশনের নিজস্ব পুলিশ ফোর্সসহ এজি অফিসে অভিযান পরিচালনা করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

দুদক সূত্র জানায়, দুদক উপ-পরিচালক জালাল উদ্দীন আহমেদের নেতৃত্বে ওই টিম বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এজি অফিসের ১০ জন সেবাপ্রার্থীর সঙ্গে এ বিষয়ে কথা বলে। ওই সময় অফিসের কার্যক্রম মনিটরিং করার পাশাপাশি মহানিয়ন্ত্রক (সিজিএ) আবুল ফয়েজ মো. আবিদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। বৈঠকে সিজিএ দুর্নীতিমুক্ত সেবা প্রদানে সর্বাত্মক প্রয়াসের বিষয়ে একমত পোষণ করেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৭/এম এ রহমান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়