ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাবির ভর্তি পরীক্ষায় থাকবে ভ্রাম্যমাণ আদালত

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবির ভর্তি পরীক্ষায় থাকবে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনে সম্মান প্রথম বর্ষ সব ইউনিটের ভর্তি পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

বুধবার ঢাকা জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনে সম্মান প্রথম বর্ষ সব ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকা জেলা প্রশাসকের একটি সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা থাকবে।

ঢাকা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ কর্তৃক পরিচালিত সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ফলে সন্তোষজনক ফল পাওয়া গেছে। নকল, প্রক্সি জালিয়াতি, এসএমএস, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় জালিয়াতির বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তি প্রদানের কারণে অপরাধমাত্রা হ্রাসকরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহায়তা করে থাকে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আগামী ১৫, ১৬, ২২ সেপ্টেম্বর ও ১৩ ও ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৭/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়