ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে রোডমার্চ

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে রোডমার্চ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে সিলেট থেকে টেকনাফ পর্যন্ত রোডমার্চ করবে হিউম্যানিটি ফর রোহিঙ্গা, বাংলাদেশ।

আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় সিলেট থেকে এ রোডমার্চ শুরু হবে। ২৪ সেপ্টেম্বর টেকনাফে গিয়ে রোডমার্চ শেষ হবে। রোডমার্চে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের একাধিক জায়গায় পথসভা করবে সংগঠনটি।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোডমার্চের বিষয়ে আলোকপাত করেন প্রাক্তন সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। এ সময় তিনি রোডমার্চে সাধারণ মানুষকে অংশগ্রহণের অহ্বান জানান।

শাহীনূর পাশা চৌধুরী বলেন, মিয়ানমারে গণহত্যা ও নিপীড়নের শিকার রোহিঙ্গাদের পক্ষে সারা বিশ্বে আরো জনমত গঠনে আমরা এ রোডমার্চ করব। এ কর্মসূচির মাধ্যমে বিশ্ব বিবেকের দৃষ্টি আকর্ষণে সুবিধা হবে।

‘দীর্ঘদিন ধরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমসহ ভিন্নধর্মী লোকদের ওপর নির্যাতন, নিপীড়ন চলছে। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। জীবন্ত মানুষকে পেট্রোল ঢেলে পোড়ানো হচ্ছে। এমন পরিস্থিতিতে কোনো বিবেকবান মানুষ নিশ্চুপ থাকতে পারে না। মিয়ানমারে সরকারি নির্দেশনায় সেনাবাহিনী, নাসাকা, বিজিপির এ গণহত্যা বন্ধে সবাইকে সোচ্চার প্রতিবাদ গড়ে তুলতে হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোডমার্চ বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম, মুফতি রেজাউল করীম, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আলীনূর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা হাম্মাদ গাজিনগরী, মুহাম্মদ রুহুল আমীন নগরী, মুফতী আবু সাঈদ, মাওলানা আলিমুদ্দিন প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৭/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়