ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন শনিবার

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ১৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন শনিবার

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রজতজয়ন্তী উদযাপন করা হবে শনিবার।

বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার ২৫ বছরপূর্তি উপলক্ষে শনিবার সকাল ১০টায় নিউ বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শোভাযাত্রায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, কলেজ গভর্নিং বডির সভাপতি ও সদস্য এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেবেন।

শোভাযাত্রাটি বেইলি রোড, হেয়ার রোড ও শহিদ ক্যাপ্টেন মনসুর আলী রোড হয়ে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হবে।

উল্লেখ্য, উন্নত শিক্ষার পরিবেশ ও কৃতিত্বপূর্ণ ফল বিবেচনায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে সারা দেশের মধ্যে ‘সেরা মহিলা কলেজ’ নির্বাচিত হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৭/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়