ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাবি রেজিস্ট্রার ভবন ‘বোমা মেরে’ উড়িয়ে দেওয়ার হুমকি

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ১০ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবি রেজিস্ট্রার ভবন ‘বোমা মেরে’ উড়িয়ে দেওয়ার হুমকি

জাবি সংবাদদাতা : বোমা মেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রার ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে বেনামে চিঠি দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রক্টর জানান, উপাচার্যকে  হুমকি দেওয়া হয়েছে একটি টাইপ করা উড়ো চিঠি দিয়ে। নভেম্বরের ৫ থেকে ৯ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনে রদবদল করা না হলে টাইম বোমা দিয়ে রেজিস্ট্রার ভবন উড়িয়ে দেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। একটি জিডিও করা হয়েছে। তিনি বিস্তারিত জানার জন্য রেজিস্ট্রারের সঙ্গে কথা বলতে বলেন।

পরে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিককে ফোন দেওয়া হয়েছে, তবে ফোন রিসিভ হয়নি।



রাইজিংবিডি/জাবি/১০ নভেম্বর ২০১৭/তহিদুল ইসলাম/রুহুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়