ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে থাইল্যান্ডের ইউনিভার্সিটি

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১৫ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে থাইল্যান্ডের ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলোজি, বায়োটেকনোলজি ও বিজনেস স্টাডিজ বিষয়ে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তি প্রদানে আগ্রহী থাইল্যান্ডের কিং মংকুটস ইউনিভার্সিটি অব টেকনোলজি থনবুরি (কেএমইউটিটি)।

এ লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কেএমইউটিটি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চায়।

বুধবার কেএমইউটিটি অ্যাডমিশন অ্যান্ড রিক্রুটমেন্ট অফিসের একাডেমিক সার্ভিসেস অফিসার মিস কুনিয়াকমল খিউভানের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট এক প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।

ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, সচিব ড. মো. খালেদ এ সময় উপস্থিত ছিলেন।

ইউজিসি চেয়ারম্যান প্রতিনিধি দলের প্রস্তাবটিকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেন এবং তাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, কমিশন সব সময়ই দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে বিশ্বাস করে এবং এজন্য কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/১৫ নভেম্বর ২০১৭/ইয়ামিন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়