ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জাবিতে ৩ দিনব্যাপী বিজয় মেলা শুরু

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৪, ১৫ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবিতে ৩ দিনব্যাপী বিজয় মেলা শুরু

জাবি সংবাদদাতা : ‘তুমি গর্ব আমার, আমার অহংকার’ এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী ‘বিজয় মেলা ২০১৭’।  বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত এই মেলা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।

শুক্রবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে প্রধান অতিথি জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হচ্ছে। এটি এখন পর্যন্ত জাঁকজমকহীন। মেলা সেভাবে সেঁজে ওঠেনি। এটা খুবই প্রারম্ভিক পর্যায়ে আছে। আমরা আশা করি এ উদ্যোগ সফল হবে এবং ভবিষ্যতে আরো বর্ণের বৈচিত্র্যে মুখর হবে। মেলার মাধ্যমে আমাদের ঐতিহ্যকে সম্মানে উপস্থাপন করতে হবে। পাশাপাশি উদ্যোক্তাদেরকে মেলায় ছোট-বড় সকলের জন্য আনন্দের কিছু থাকে সেটি খেয়াল রাখতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজয় দিবস উপলক্ষে মেলা ছাড়াও ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে ১৫, ১৬ ও ১৭ ডিসেম্বর বিকেলে সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।



রাইজিংবিডি/জাবি/১৫ ডিসেম্বর ২০১৭/তহিদুল ইসলাম/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়