ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজস্থানে বাস নদীতে, নিহত ৩২

শামিমা নাসরীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৮, ২৩ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজস্থানে বাস নদীতে, নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানের সোয়াই মাধপুরের ডুবি এলাকায় তীর্থযাত্রীবাহী একটি বাস নদীর মধ্যে পড়ে ৩২ জন নিহত হয়েছেন।

শনিবার সকালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেতুর ওপর থেকে বাসটি নদীতে পড়ে যায়। এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছেন এবং সাতজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, হিন্দু অধ্যুষিত সোয়াই মাধপুর শহরের মালানা ডুবি এলাকার একটি মন্দিরে যাচ্ছিলেন ওই বাসের সব যাত্রী। শনিবার সকালে মোরেল নদীর ওপরের সেতু দিয়ে যাওয়ার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি নদীর মধ্যে পড়ে যায়। সেতুটি নদী থেকে ১০০ ফুট ওপরে।

সোয়াই মাধপুরের পুলিশ সুপার মামান সিং জানান, নিহত ৩২ জনের মধ্যে ২৭ জনের মরদেহ পানি থেকে তোলা হয়েছে। এর মধ্যে ১০ জনের মরদেহ ময়নাতদন্ত শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। 

তিনি জানান, তীর্থযাত্রীরা উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, রাজস্থান ও আসাম রাজ্যের বাসিন্দা। পুলিশের একটি দল ও গ্রামবাসী পানি থেকে মরদেহগুলো উদ্ধারের চেষ্টা করছে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ ডিসেম্বর ২০১৭/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়